সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০১৮ ১৭:২৯

নৃত্যগুরু যতীন্দ্র সিংহ জিতেন আর নেই, বিভিন্ন মহলের শোক

বিশ্বভারতী শান্তিনিকেতন সংগীতভবনের প্রাক্তন অধ্যক্ষ নৃত্যগুরু অধ্যাপক কে. যতীন্দ্র সিংহ জিতেন (৭৩) আর নেই।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাত আড়াইটায় অবনপল্লী, শান্তিনিকেতনে তিনি পরলোকগমন করেন।

মনিপুরী ও রবীন্দ্র নৃত্যের এই মহান শিল্পীর প্রয়াণে মনিপুরী নৃত্যে জগতের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। মঙ্গলবার শান্তিনিকেতনে কালিসায়র শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অধ্যাপককে যতীন্দ্র সিংহ জিতেন আসামের কাছাড় জেলার লক্ষ্মীপুরে ১৯৪৫ সালে ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতা মনিপুরী নৃত্যগুরুকে কামিনী সিংহ, মাতা পশোৎ লৈমা।

পিতার কাছেই তাঁর নৃত্যের হাতেখড়ি। তারপর একে একে তালিম নেন মনিপুরী নৃত্যে দিকপাল গুরু লোকেশ্বর, গুরু বাবতোন, গুরু লক্ষণ, গুরু মাইস্নাম আমুবী, গুরু এইচ অতোম্বা, গুরু এ অমুবান প্রমুখের কাছে।

শান্তিনিকেতনে রবীন্দ্র নৃত্যনাট্যে তার নির্দেশনা ও কোরিওগ্রাফি প্রবাদতুল্য। প্রফেসর জিতন সিংহ বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের (বামসাস) আমন্ত্রণে সিলেটে এসেছেন বেশ কয়েকবার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০০০ সনে বামসাস’র রজত জয়ন্তী অনুষ্ঠানে কে. জিতেনের নির্দেশনায় বিশ্বভারতী মনিপুরী নৃত্য বিভাগের শিক্ষার্থীদের ‘ভানুসিংহের পদাবলী’ মঞ্চায়ন। এছাড়া ২০০৩ সালে সিলেটে অনুষ্ঠিত মনিপুরী নৃত্য উৎসবে প্রথমবারের মতো লাই-হারাওবা নৃত্য মঞ্চায়ন করেন।

নৃত্যগুরু অধ্যাপক কে. যতীন্দ্র সিংহ জিতেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, আনন্দলোকের পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা, ঈনাৎ পাবলিকেশনের পরিচালক কবি শেরাম নিরঞ্জন, মনিপুরী কারচারাল কমপ্লেক্স’র সভাপতি জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, প্রথম দিনের সূর্য’র সভাপতি এনায়েত হাসান মানিক, কবি এন যোগেশ্বর অপু।

আপনার মন্তব্য

আলোচিত