মাধবপুর প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৮ ২০:৫১

চৌমুহনী খুর্শিদ স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে ফরিদুর রহমান (স্কুল শাখায়) ব্যালট নং-২ তিনি ৩৮৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, সালাউদ্দিন ভূঁইয়া (স্কুল শাখায়) ব্যালট নং-৩ তিনি ৩৪৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্ধিতায় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে জামাল উদ্দিন এবং নাজিম উদ্দিন শাহ। সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছে সেলিনা আলমাছ।

প্রিজাইডিং কর্মকর্তা মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোট কেন্দ্রে নিরাপত্তায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  কামরুল হাসান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল।

এদিকে ভোটার তালিকায় নিজেদের নাম না থাকায় অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেন।

অভিভাবক মিজানুর রহমান দুলু, হাবিবুর রহমানসহ অনেক অভিভাবক ভোটার তালিকায় নিজেদের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন ভুলে ভরা ভোটার তালিকা এ তালিকায় আমাদের মতো অনেকরই নাম নেই।

এব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন,ভোটার তালিকা নিয়ে সাময়িক কিছু জটিলতা দেখা দিলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত