সংবাদ বিজ্ঞপ্তি

১৩ এপ্রিল, ২০১৮ ০১:৪১

সাংবাদিক কামরুলের উপর হামলার ঘটনায় বিপিজেএ এর নিন্দা

দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার তরুণ সংবাদকর্মী কামরুল ইসলামে উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল ও সাধারণ সম্পাদক শংকর দাস নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সর্বদা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কাজ করেন। সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করতে তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তরুণ মেধাবী এই সাংবাদিকের উপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। যে সকল সন্ত্রাসী এই ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে-তাদের সকলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গত ৯ এপ্রিল সোমবার রাত সোয়া ১২ টায় কামরুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নগরীর পাঠানটুলা এলাকায় হামলায় শিকার হন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

আপনার মন্তব্য

আলোচিত