সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৮ ১৫:১৭

আদর্শ নৃত্য একাডেমির উদ্যোগে বর্ষপূর্তি পালন

আদর্শ নৃত্য একাডেমির উদ্যোগে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) রাত ৯টায় বালুচর দলদলি চা বাগানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট জেলা উশু এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। খেলাধুলা, সংগীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

দলদলি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাসের সভাপতিত্বে ও নৃত্য পরিচালক ইয়ামিন হোসেন ইমু পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন দাস, ড্যান্স মাস্টার জাহিদ আহমদ রুবেল, বিপন মাহালী, মহিবুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা মাল, শিরিনা দাস, অমিতা মন্ডা, রিতা দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত