সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৮ ১৮:১৮

বরইকান্দিতে নিহত মাসুক মিয়ার স্মরণে শোকসভা ও দোয়া

দক্ষিণ সুরমার বরইকান্দিতে দুপক্ষের সংঘর্ষে নিহত মো. মাসুক মিয়ার স্মরণে পূর্ব দরগাহ গেইট চন্দনঠুলা এলাকাবাসীর উদ্যোগে শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) বাদ জোহর চন্দনঠুলাস্থ স্কুল মাঠে এলাকার মুরুব্বি হাজী ইউসুফ বকসের সভাপতিত্বে ও আলী আহমদ আলম ও মিজান আহমদের যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব।

নিহত মাসুক মিয়া ও বাবুলের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ইমাম মাহমুদুর রহমান বোরহানী।

শোকসভা ও দোয়ায় উপস্থিত ছিলেন হাজী আব্দুল গফফার দিলিপ, মিফতাহ সিদ্দিকী, এম. শাহরিয়ার কবির সেলিম, আব্দুল কাদির লজু, ইউসুফ বকস, ইসহাক বকস, সিরাজ আহমদ, মারুফ আহমদ, রেজান আহমদ, শাহিন আহমদ, মাসুদ আহমদ কবির, আজিজুর রহমান আজিজ, মো. জাকারিয়া, সাব্বির আহমদ ফরহাদ, এমদাদুর রহমান,মাজেদ আহমদ মিটু, কাওছার হোসেন রকি, অভি বকস, অপু বকস, আজাদ বকস মানিক, কয়েস আহমদ, রাহাত আহমদ, জুনেদ আহমদ, সায়েম আহমদ, মুহিত আহমদ, শাওন, মূসা, অনিম আহমদ, ফখরুল প্রমুখ।

বক্তারা বলেন, ঘটনার দীর্ঘ দিন হলেও এখনও প্রধান আসামিসহ সবাই ধরা ছোয়ার বাইরে রয়েছে। প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ৬ মে'র ভিতর মামলার প্রধান আসামি আলফুসহ সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত