সংবাদ বিজ্ঞপ্তি

২৪ মে, ২০১৮ ১৭:১৭

আমার এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে: এমপি কয়েস

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ৯ বছরে আমার নির্বাচনী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে যথেষ্ট সড়ক নির্মাণ, পাকাকরণ ও সংস্কার, কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে জনসাধারণ সরকারের এ সুযোগ সুবিধা ভোগ করার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে ৫ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে দাউদাবাদ-দাউদপুর-ঢাকাদক্ষিণ (ভাদেশ্বর) সড়কের মেরামত ও সংস্কার কাজ শেষে দক্ষিণ সুরমা উপজেলা নৈইখাই গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনায় বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ উন্নতশীল দেশে পরিণত হবে।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎফুল সামন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ সাবস্টেশন ইঞ্জিনিয়ার নুরুল মজিদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ. এম খলিল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেল, শাহ ছমির উদ্দিন, হাজী দুদু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ এনাম, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজাদ কাজী, মৎস্য কর্মকর্তা হিরণ মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছে, বিজন দেবনাথ, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সাবেক মেম্বার ছানাওর আলী সোনা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন, নজির আলী নজই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, যুবলীগ নেতা মনছুর আহমদ, নন্দন পাল, হেলাল আহমদ, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ, দুলাল আহমদ, মঈন উদ্দিন, বেলাল আহমদ জীবন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত