সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৮ ০১:২০

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ এর কার্যনির্বাহী কমিটি-২০১৮ এর কমিটি গঠণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় , কলেজ , মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।

রাজু কুর্মীকে(সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) সভাপতি এবং শিপন বাড়াইককে (ঢাকা বিশ্ববিদ্যালয়) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠণ করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিওর সহ-সভাপতি স্বপন নাইডু (ঢাকা বিশ্ববিদ্যালয়),  সহ-সভাপতি দেবাশীষ যাদব (এমসি কলেজ), রিপন কুর্মী(সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), সৈকত দাস (এমসি কলেজ), প্রমীলা তাঁতী বর্ণা (এমসি কলেজ) , বলরাম ভর (শাবিপ্রবি) , উষা রানী দাস (এমসি কলেজ),  যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু কুমার কানু (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়),  মিথা পিরেণ্ড (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) , সঞ্জয় পাশী জয় (এমসি কলেজ) , অনন্ত কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়) , সুজিত  পাল (ঢাকা বিশ্ববিদ্যালয়), মিনা রবিদাস (শাবিপ্রবি) সাংগঠনিক সম্পাদক- জ্যোতির্ময় কানু (সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
সহ-সাংগঠনিক সম্পাদক- আকাশ নুনিয়া( ঢাকা মেডিকেল কলেজ), প্রশান্ত নাইডু অজয় (ঢাকা বিশ্ববিদ্যালয়), পলাশ রুদ্র পাল( মৌলভীবাজার সরকারী কলেজ) , স্টিন নায়েক( কমল গঞ্জ ডিগ্রী কলেজ) , পিংকু বর্মা (এমসি কলেজ) , প্রচার সম্পাদক- দিলীপ পাশী (এমসি কলেজ), উপ-প্রচার সম্পাদক-প্রীতম গোয়ালা (ঢাকা বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ- কৃষ্ণ রাজভর(ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-কোষাধ্যক্ষ- হৃদয় ছত্রি (এমসি কলেজ) ,দপ্তর সম্পাদক- বিজয় নাইডু( ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-দপ্তর সম্পাদক-আদিত্য নারায়ণ (এমসি কলেজ),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -অনিকেত বর্মা( পটুয়াখালি মেডিকেল কলেজ), আইন বিষয়ক সম্পাদক- সন্তোষ রবিদাস(ঢাকা বিশ্ববিদ্যালয়),আপ্যায়ন বিষয়ক সম্পাদক-প্রদীপ নুনিয়া (এমসি কলেজ), উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক- ধরম রবিদাস(ঢাকা বিশ্ববিদ্যালয়) , বিজ্ঞান বিষয়ক সম্পাদক- অমিত বারই (শ্রীমঙ্গল সরকারী কলেজ) , উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক-অমিত বর্মা (মেট্রোপলিটন ইউনিভার্সিটি), নারী বিষয়ক সম্পাদক-শ্রাবনী বিন দিশা (সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), উপ-নারী বিষয়ক সম্পাদক-নীলিমা নারায়ণ (এমসি কলেজ), তাঁরা শুক্লা(এমসি কলেজ), তথ্য ও যোগাযোগ সম্পাদক- রাজুকুমার রবিদাস (কমলগঞ্জ ডিগ্রী কলেজ), উপ তথ্য ও যোগাযোগ সম্পাদক- রাজু নুনিয়া (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ক্রীড়া বিষয়ক সম্পাদক-দীপ্ত তন্তুবায় (নর্দান ইউনিভার্সিটি), উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক-শিটুন বাড়াইক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), পাঠাগার বিষয়ক সম্পাদক-প্লাবন বিশ্বাস (আই.ইউ.বিএটি), উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক- সোহাগ সাওতাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-রনজিত রবিদাস (কমলগঞ্জ ডিগ্রী কলেজ) , শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক- কিপু পাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) , উপ-শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক- মনোজ যাদব (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য বিষয়ক সম্পাদক- সরফরাজ সাজু (তিতুমীর কলেজ), উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক- হিমালয় রাজপাল হিমু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ঈশিতা দাস (এমসি কলজে), ধর্ম বিষয়ক সম্পাদক-রঞ্জিত রবিদাস (ঢাকা বিশ্ববিদ্যালয়) ।

খাদ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক- রনি যাদব( এমসি কলেজ) ,উপ-খাদ্য ও ত্রান বিষয়ক সম্পাদক-সুমন রবিদাস( বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ), সদস্য-মুকেশ কর্মকার( আমু ডিগ্রী কলেজ) , অপু বাড়াইক(বৃন্দাবন সরকারী কলজে) , সুভাষ রুদ্র পাল( কুলাউড়া ডিগ্রি কলেজ) , পল্লব কুমার তাঁতী( শাবিপ্রবি) , অঞ্জন ভূমিজ( মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) , অনুরাধা বাড়াইক( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) , বিশ্বজিত কৈরী( এমসি কলেজ) , অঞ্জন নায়েক( সিলেট সরকারী কলেজ০ , অচিন্ত্য নারায়ণ( এমসি কলেজ) , বিনসেন কেরকাটা(ঢাকা বিশ্বিবিদ্যালয়) , মিন্টু গোয়ালা( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) , সুদীপ ভর( সরকারী তিতুমীর কলেজ) , সুদীপ্ত যাদব( এমসি কলেজ) ।

সংগঠকরা জানান, চা ছাত্র সংসদ চা বাগানে বেড়ে ওঠা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত