সংবাদ বিজ্ঞপ্তি

১৪ জুন, ২০১৮ ১৬:১৬

নয়াসড়কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন পালন

সিলেট নগরীর নয়াসড়কে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘণ্টা বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন পালন করেছে নয়াসড়ক  বিজনেস এসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নয়াড়সক এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারী ও এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, সায়েম আহমদ, কবীর খান, নেহার কুমার রায়, কয়ছর আলম, সাহেদ আহমদ, হুমায়ূন কবীর, সুহিন আহমদ, সোহেল আহমদ, কয়ছর আহমদ, গৌতম রায়, রেজা, সাদ্দাম হোসেন প্রমুখ।

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মালিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত