সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৮ ১৮:৩৫

স্বাধীনতা চিকিৎসা পরিষদ সিলেটের চিকিৎসক সমাবেশ

সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কর্তৃক আয়োজিত চিকিৎসক সমাবেশে ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাচিপ এর সদস্য সচিব ডা. এম এ আজিজ চৌধুরী।

বক্তারা বলেন, চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। এ পেশার মাধ্যমে স্বাস্থ্য সেবা ও পেশার মান নিশ্চিত করতে সকল চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ সরকারে আমলে চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ দিন দিন আধুনিকায়ন হচ্ছে। তাই সেবা প্রদানের মনোভাব নিয়ে দায়িত্ব পালনে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

স্বাচিপ সিলেটের যুগ্ম আহবায়ক ডা. বাছিরুল ইসলাম টিপু ও ডা. মোহাম্মদ হোসেন রবিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, স্বাচিপ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. আফজাল, প্রাক্তন বিএমএর সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম হাফিজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডা. মনিরুজ্জামান আহমেদ, ডা. এ. কিউ. এম আব্দুল হাই (বেলাল), ডা. এস.এম হাবিবুল্লাহ সেলিম ও ঢাকা থেকে আগত স্বাচিপ নেতা ডা. মীর মোবারক হোসেন দিগন্ত, ডা. আবু ফয়সল মো. আরিফুল ইসলাম, ডা. ফরিদ রায়হান, ডা. রাজীব হোসেন জোয়ারদার, ডা. মোরাদ খান, ডা. হাবিবুর রহমান, ডা. আইয়ুব আল খান আনসারী, ডা. অরূপ কুমার খাঁ, ডা. সৌরভ সরকার।

শোক প্রস্তাব পাঠ করেন ডা. মুজিবুল হক ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডা. জামিল আহমেদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, ডা. পি.কে দাস, ডা. হারুনুর রশিদ, ডা. শংকর কুমার রায়, ডা. আশীক আনোয়ার বাহার, ডা. তৌহিদুল ইসলাম কল্লোল, ডা. শফিউল ইসলাম খালেদ, ডা. উজ্জল কান্তি দে, ডা. স্বাধীন কুমার দাস, ডা. প্রশান্ত সরকার, ডা. আবুল ফয়েজ আলী আহমেদ, ডা. ফয়ছল আহমদ মুহিন, ডা. সৈয়দ ওয়াহিদুল রাতুল, ডা. অলিউর রহমান, ডা. সাদিক মিয়া, ডা. আরিফুর রহমান, ডা. আজাদুর রহমান, ডা. ফুয়াদ আব্দুল হামিদ, ডা. শফিউল ইসলাম খালেদ, ডা. উজ্জল কান্তি দে, ডা. মাহের মাহবুব, ডা. অরূপ রাউৎ, ডা. তাহলিল হোসেন (শাওন), ডা. সুনির্মল বিশ্বাস, ডা. মুশফিকুজ্জামান আকন্দ, ডা. অন্তর দ্বীপ নদী, সারওয়ার হোসেন (টুটুল), ডা. এটিএম তামজিদুল ইসলাম সজয়, ডা. আবদুল আঊয়াল, ডা. সুজন পাল, ডা. সজিব রায়, ডা. পলাশ, ডা. ঈশা, ডা. পরাগ, ডা. সাহেদ প্রমুখ।
 
অনুষ্ঠানে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক মো. সাদেকসহ বিভিন্ন মেডিকেল থেকে নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত