সংবাদ বিজ্ঞপ্তি

২৯ আগস্ট, ২০১৮ ২২:০৬

ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ মা-কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিসেস মারিয়ান চৌধুরী মাম্মী, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, শওকত আলী, মো. মহি উদ্দিন আহমদ, উমেশ বৈদ্য, শামসুল আলম, আব্দুল্লাহ আবু সাঈদ এডভোকেট, মিসেস শামসুন নাহার মিনু, হাসনা হেনা চৌধুরী, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, এডভোকেট কিশোর কুমার কর, এডভোকেট এন.আই.এম মাছুম চৌধুরী, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট মমিনুর রহমান টিটু, এডভোকেট জয়জিত আচার্য, হরিপদ চন্দ, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মিসেস হাসিনা মহি উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম চুনু, রেনুকা দে, রেবা বৈদ্য, গুলজার খান, মিন্টু কুমার বৈদ্য, কুমার গণেশ পাল, জান্নাত আরা খান পান্না, খন্দকার জামাল উদ্দিন আহমদ পুটি, আয়নুল হক, ইসমত ইবনে ইসহাক, স্বপন কুমার ঘোষ, রওশন আরা, তামিম চৌধুরী আপন প্রমুখ।

সভায় মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর শততম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালনে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত