সংবাদ বিজ্ঞপ্তি

৩১ আগস্ট, ২০১৮ ২১:১৯

ওসমানীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতা উদ্বোধন করেন পরিষদের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. হান্নান, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, রোটারিয়ান আসাদুজ্জামান, সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার, চিত্রাঙ্কন কমিটির আহবায়ক রোটারিয়ান শামীম আহমদ, যুগ্ম আহবায়ক মো. বেলাল উদ্দিন, শফিকুর রহমান শফিক, খালেদ মিয়া, অ্যাডভোকেট, মো. সাজ্জাদুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, ইউসুফ সেলু, সুরঞ্জিত বর্মণ, আলী আহসান হাবীব, আব্দুর রহিম তালুকদার, মামুন চৌধুরী, আলাফর খান, জাবেদ আহমদ, মধু মিয়া, অ্যাডভোকেট বাবলু ভৌমিক, জাকির হোসেন, আলী হোসেন আলিম, বাদল পুরকায়স্থ, বদরুল আলম, অধ্যক্ষ নূর উদ্দিন খান, শাহীন আহমদ, হুসেইন মো. রাজন, আফসানা চৌধুরী, জিয়াউল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত