সংবাদ বিজ্ঞপ্তি

০১ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১০

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের উদ্যোগে ওসমানীর জন্মবার্ষিকী পালন

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বাংলার কিংবদন্তি বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর জীবন নিয়ে আলোচনা করেন। তারা আতাউল গনি ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা এমএজি ওসমানীর কর্মময় জীবনবৃত্তান্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও জোর দাবি জানান।

অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মাওলানা এডভোকেট আব্দুর রকিব, ডা. হাবিবুর রহমান, এডভোকেট আখতার হুসেন খান, মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান, সৈয়ীদ আহমদ বহলুল, আনিছ আশরাফ, আবুল কাশেম হেলাল তফাদার, ফয়ছল হোসেন চৌধুরী, মুহিবুল ইসলাম ফটিক, ক্ষমা রাণী দে, আব্দুল মুমিন লাহিন, আছমা বেগম, রুনা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত