সংবাদ বিজ্ঞপ্তি

০১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২১

কথাকলি সিলেটের বার্ষিক সাধারণ সভা

সিলেটের সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেটের ১৪২৪-২৫ বঙ্গাব্দের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) বিকালে সারদা স্মৃতি ভবনে সংগঠনের মহড়া কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কথাকলি সিলেটের সভাপতি অধ্যাপিকা শামীমা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পীর পরিচালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র সদস্য জহির খান লায়েক। এরপর সাধারণ সম্পাদক তার বার্ষিক প্রতিবেদন এবং সম্পাদক (অর্থ) হাবিবা ফেরদৌস বিন্তু আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন।

সভায় আগামী দিনের পরিকল্পনা বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক (নাট্য) অরিন্দম দত্ত চন্দন, সম্পাদক (আবৃত্তি) আমিনুল ইসলাম লিটন ও সম্পাদক (সংগীত) জুনেল আহমদ।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন সংগঠনের সদস্যরা। আলোচনায় আগামীতে কিভাবে সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন অভিমত তুলে ধরেন তারা।

সভার একপর্যায়ে দীর্ঘদিন পর কথাকলি সিলেটের অনুষ্ঠানে যোগ দেওয়া সদস্য মো. কামরুল আমীন ও আবু নাসের দিলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুবিমল সেনাপতি, আমিরুল ইসলাম বাবু, নীলাঞ্জন দাস টকু, এনামুল মুনীর, মু. আনোয়ার হোসেন রনি, মো. শামীম আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরী, কামরুল আহবাব টিপু, শেখর রঞ্জন দাস, ফাতেমা রশিদ সাবা, কুমকুম হাজেরা মারুফা, আব্দুল ওয়াদুদ, রেহানা সুলতানা দিপু, পল্লবী দাস, লিপি রানী মোদক, কাজী মো. হেলাল, আশোক দত্ত, কৃষ্ণ তালুকদার কণিকা, রীমা দাস, আমিরুল ইসলাম সুমন, কমলজিৎ শাওন, সানিয়া চৌধুরী, ইফফাত সালওয়া, সায়েম আহমদ চৌধুরী, বাপ্পি ত্রিবেদী, সপ্তর্ষী দাস, আকিবুল ইসলাম চৌধুরী, মু. জয়নুল ইসলাম, নয়ন তালুকদার, দিব্য জ্যোতি সী, অরুনাভ শ্যাম বিশাল, নম্রতা মোদক অর্পা, জুমেল আহমদ ইব্রাহীম, আব্দুল মালিক, সাগর দাস প্রমুখ।

আলোচনা পর্ব শেষে সঙ্গীতানুষ্ঠান, প্রীতি সম্মিলন ও প্রীতিভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত