সংবাদ বিজ্ঞপ্তি

০২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৬

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভার তিথি জন্মাষ্টমী মহোৎসব-২০১৮ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট জেলার সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাসের সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শ্রী প্রভু জগবন্ধু ধামের অধ্যক্ষ প্রীতম ব্রহ্মচারী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, শ্রীহট্ট সংস্কৃত কলেজ অধ্যক্ষ দিলীপ কুমার দাস চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, চৈতন্য গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাস, এমসি কলেজের প্রভাষক (গণিত) সাগর চন্দ্র বিশ্বাস, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক রাকেশ শর্ম্মা, এসআরএসসিপিএস’র প্রশিক্ষণ কর্মকর্তা বিকাশ কুমার শীল, যীশু কুমার দাস, নকুল বর্মণ, মো. আবুল হাছনাত, মিশন মালাকারসহ জেলা হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত