সংবাদ বিজ্ঞপ্তি

০৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩০

ভারতীয় রপ্তানিকারকদের সাথে সিলেট চেম্বারের মতবিনিময়

ভারতীয় রপ্তানিকারকদের সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চেম্বার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসারে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সীমান্ত বাণিজ্য থেকে দুই দেশেরই আমদানি-রপ্তানিকারক ও সরকার লাভবান হচ্ছেন।

বক্তারা আরও বলেন, ভারত থেকে যেমন কয়লা, পাথর, চুনাপাথর ইত্যাদি আমদানি হয়ে থাকে তেমনি বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী ও কনজ্যুমার আইটেম রপ্তানি হয়ে থাকে। সভায় দুই দেশের আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্য সম্পর্কের প্রসারের জন্য নতুন পণ্য খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশী আমদানিকারকগণ ভারত থেকে চা-পাতা, নাইলন সুতা, লবণ ইত্যাদি আমদানির আগ্রহ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, ভারতীয় রপ্তানিকারক মুসতাক আহমেদ, অরুণ কুমার পারিক, জহিরুল ইসলাম বড়ভূঁইয়া, বাংলাদেশী আমদানিকারক গৌতম বণিক, আনোয়ার আলী প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত