সংবাদ বিজ্ঞপ্তি

০৪ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৫

জৈন্তাপুরে কৃষি প্রডিউসার অর্গানাইজেশনের মতবিনিময়

আধুনিক কৃষি প্রযুক্তি, যান্ত্রিকিকরণ ও জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়ন, কৃষকদের আত্মসচেতনতা বৃদ্ধি ও বিরাজমান সমস্যা নিরসনকল্পে কৃষি প্রডিউসার অর্গানাইজেশনের উদ্যোগে সিলেটের জৈন্তাপুরে কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসাইন। এসময় তিনি বলেন, কৃষি প্রডিউসার অর্গানাইজেশন কৃষি উন্নয়নে কাজ করে যাবে। এই সংগঠন ও কৃষকদের যেকোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস.এম খালেকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শুব্রত দেবনাথ, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মো. আলা উদ্দিন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, আব্দুল মতলিব, হাসান আহমদ, আনোয়ার, আব্দুল খালিক, আব্বাস উদ্দিন, আরিফ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত