সংবাদ বিজ্ঞপ্তি

০৯ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৩

সিলেটে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নয়াসড়কস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশ চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। বিনাভোটে নির্বাচিত সরকার আবারো ২০১৪ সালের মতো ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে আনবে।

সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।

সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহিলাদল নেত্রী ফাতেমা জামান রোজী, বিলকিছ জাহান, কবি সুফিয়া জমির ডেউজি, তানিয়া রহমান, আবিদা সুলতানা, রিনা বেগম, রেহেনা ফারুক শিরিন, শিখা হাওলাদার, সায়েমা বেগম, রেহানা বেগম, ফরিদা আক্তার, শারমীন আক্তার, সামিরা বেগম, মুন্নী বেগম, লিপি বেগম, রোকশানা বেগম, নওরীন আক্তার, মাজেদা খাতুন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত