সংবাদ বিজ্ঞপ্তি

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৪৪

বৃহস্পতিবার সিলেটে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান সংসদ বিলোপ, নির্বাচন কমিশন পূর্ণগঠনসহ ৭ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কর্মসূচি সফল করার লক্ষ্যে বাসদ (মার্কসবাদী) অফিসে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার এক সভা অনুষ্ঠিত হয়।

সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে সভা আলোচনা করেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, সিপিবি জেলার সহসম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সিপিবি জেলা সদস্য টুটুল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

সভা থেকে জানানো হয়, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭ দফা দাবিতে সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি পয়েন্টের সামনে সমাবেশ শেষে জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য কর্মসূচি সফল করার জন্য সকলকে অংশগ্রহণ নেওয়ার আহবান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত