সংবাদ বিজ্ঞপ্তি

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫২

বিনিয়োগে প্রবাসীদের আকৃষ্ট করতে যুক্তরাজ্য যাচ্ছেন চেম্বার সভাপতি

সিলেটের প্রবাসীদের সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আকৃষ্টকরণের লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত হাই-টেক পার্ক (সিলেট ইলেক্ট্রনিক সিটি) তে বিনিয়োগে প্রবাসীদের আকৃষ্টকরণের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির উদ্যোগে ৩০ সেপ্টেম্বর রোববার লন্ডনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

তিনি সেখানে সিলেট হাই-টেক পার্ক সংক্রান্ত সেমিনারে যোগদান ছাড়াও বৃটেনে বসবাসরত প্রবাসী বিনিয়োগকারী ও বিজনেস কমিউনিটির সাথে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মতবিনিময়ে মিলিত হবেন।

লন্ডনে অনুষ্ঠিতব্য সেমিনার শেষে তিনি ৫ অক্টোবর দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে সিলেটের উদ্যোক্তাদের আকৃষ্টকরণের লক্ষ্যে ২ সেপ্টেম্বর চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্সের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

লন্ডন অবস্থানকালীন সময়ে চেম্বার সভাপতির যোগাযোগ নম্বর- ০৭৯-৪৪৮৮১৭৬৫, ২০৭-৭২৪২৩৬৯।


আপনার মন্তব্য

আলোচিত