সংবাদ বিজ্ঞপ্তি

২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৩

‘ইনোভেটর’ এর যুগ পূর্তিতে মতবিনিময় শুক্রবার

মহান মুক্তিযুদ্ধের বই নিয়ে কাজ করা বাংলাদেশের প্রথম সংগঠন ‘ইনোভেটর’ এর একযুগ পূর্তি উপলক্ষে এক বিশেষ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ টায়, নগরীর লামাবাজারস্থ মদনমোহন কলেজ মিলনায়তনে ‘কথা, পরিকল্পনা ও ভাবনা বিনিময়’ শীর্ষক এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এতে ‘ইনোভেটর’র গৌরবময় পথচলা নিয়ে আলোকপাতের পাশাপাশি বইপড়া উৎসবকে ঘিরে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য ‘ইনোভেটর’র মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সালে ‘ইনোভেটর’ যাত্রা শুরু করে। তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয় নিয়ে সংগঠনটি জন্মলগ্ন থেকে কাজ করে আসছে। বইপড়া উৎসবের পাশাপাশি পাঠচক্র, সেমিনার, কর্মশালা আয়োজনের মধ্যদিয়ে ইতিমধ্যে সংগঠনটি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে ‘ইনোভেটর’ বইপড়া উৎসব জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এ ভূষিত হয়। একই সাথে বিভিন্ন  গণমাধ্যম ‘ইনোভেটর’ কে বাংলাদেশের প্রথম সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে-যারা মুক্তিযুদ্ধের বই নিয়ে কাজ করছে। একযুগে বইপড়ায় অংশ নিয়েছে ১১ হাজার ৭শ বায়াত্তর জন শিক্ষার্থী। পড়ানো হয়েছে মুক্তিযুদ্ধের কালজয়ী গ্রন্থগুলো- শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’, সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’, হাসান আজিজুল হকের ‘নামহীন গোত্রহীন’, মেজর (অব:) কামরুল হাসান ভূঁইয়ার ‘জনযুদ্ধের গণযোদ্ধা’, মাহমুদুল হকের ‘খেলাঘর’, শওকত ওসমানের ‘দুই সৈনিক’, আনোয়ার পাশার ‘রাইফেল রুটি আওরাত’, শাহিন আখতারের ‘তালাশ’, সেলিনা হোসেনের ‘গল্পটা শেষ হয়না’, সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান', রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ এবং রাবেয়া খাতুনের মেঘের পরে মেঘ। কলেজ-বিশ্ববিদ্যালয় এর গণ্ডী পেরিয়ে এখন বইপড়া উৎসবে ছড়িয়ে পড়েছে স্কুলেরও আঙ্গিনায়। একযুগের এই বইপড়া উৎসবে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুক, লেখক ও সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক জাফর ইকবাল, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অ্যাডভোকেট সুলতানা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ গবেষক প্রয়াত মেজর অব. কামরুল হাসান ভুঁইয়া, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম, বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকী সহ অনেকেই।

আপনার মন্তব্য

আলোচিত