সংবাদ বিজ্ঞপ্তি

২৭ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৯

সিলেটে গ্রীষ্মকালীন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বকুল অঞ্চল সিলেটের উদ্যোগে ৪৭তম গ্রীষ্মকালীন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ও ক্রীড়া সমিতির সম্পাদক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ, সহকারী বিদ্যালয় পরিদর্শক হেপী বেগম, পরিচালক মমতাজ বেগম, ঝলক রঞ্জন তালুকদার, সীতা রানী দাস, শিপ্রা দেব, শরিফা খানম, আফতাব খান প্রমুখ।

সহকারী শিক্ষক কোহেলী রায় ও মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (ছেলে) সিলেট অঞ্চল, চ্যাম্পিয়ন (মেয়ে) কুমিল্লা অঞ্চল।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হতে পারে নাই, তাদেরকে মনোবল শক্ত করে আগামীতে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে সিলেট অঞ্চলকে বিজয়ী করার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত