সংবাদ বিজ্ঞপ্তি

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৯

সিলেট চেম্বারের আইসিটি সাব কমিটির সভা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আইসিটি সাব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চেম্বার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে আইসিটি সাব কমিটির আহবায়ক মুকির হোসেন চৌধুরী বলেন, আইসিটি খাতে সিলেট অনেক সম্ভাবনাময় অঞ্চল। বর্তমান সরকার সিলেটের আইসিটি খাতকে এগিয়ে নিতে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশের সর্বপ্রথম হাই-টেক পার্ক নির্মাণের কার্যক্রম শুরু করেছেন এবং নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের প্রশিক্ষিত করে তুলতে শেখ কামাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নভেম্বর মাসে আইসিটি সংক্রান্ত সেমিনার আয়োজনের প্রস্তাব করেন।

সভায় সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ও পদাধিকার বলে সাব কমিটির সদস্য মাসুদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে বাংলাদেশের সর্বপ্রথম হাই-টেক পার্ক স্থাপন বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। হাই-টেক পার্কটি বাস্তবায়িত হলে এখানে প্রায় ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

তিনি সিলেট চেম্বারের উদ্যোগে আইসিটি সেমিনার আয়োজনের ব্যাপারে সমর্থন জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইসিটি সাব কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান, পরিচালক হুমায়ুন আহমেদ, সাব কমিটির সদস্য মুজিবুর রহমান স্বাধীন, এ এস এম জি কিবরিয়া, মোহাম্মদ বিন আব্দুর রশিদ, তারেক হাসান, ইফতেখার আহমদ চৌধুরী, শাখাওয়াত আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত