সংবাদ বিজ্ঞপ্তি

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩৭

রাগীব রাবেয়া মেডিকেলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

গত ২৮ সেপ্টেম্বর ছিল বিশ্ব জলাতঙ্ক দিবস। এ উপলক্ষে শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে জনসচেতনতা মূলক লিফলেট ও পোষ্টার বিতরণ এবং র‌্যালীর আয়োজন করা হয়।

“জলাতঙ্ক: অপরকে জানানা, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ অধ্যক্ষ মো. আবেদ হোসেনের নেতৃত্বে আয়োজিত র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পালিত বিশ্ব জলাতঙ্ক দিবসের কর্মসূচী হলো- র‌্যালী, বৈজ্ঞানিক সেমিনার, সিগনেচার ক্যাম্পেই ও জনসচেতনামূলক কার্যক্রম। উক্ত কর্মসূচীর মধ্যে শনিবার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে র‌্যালী, সিগনেচার ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কার্যক্রম পালন করা হয়।

বৈজ্ঞানিক সেমিনার আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের লেকচার গ্যালারী-১ এ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত