সংবাদ বিজ্ঞপ্তি

৩০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫৪

সিলেটের জালালাবাদ কলেজে নিরাপদ সড়ক চাই কর্মসূচী পালন

সিলেটের জালালাবাদ কলেজে জনসচেতনতামূলক বিভিন্ন ফেস্টুন, ব্যানার প্রদর্শনের মাধ্যমে নিরাপদ সড়ক চাই কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জালালাবাদ কলেজ সিলেটের উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ কলেজ সংলগ্ন বিশ্বরোডের পাশে এই কর্মসূচী পালন করা হয়।  
 
সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের সড়কে আয়োজিত এই কর্মসূচীতে কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

কর্মসূচী শেষে অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অকালে মূল্যবান জীবন ঝরে যায়। তা কারো কাম্য নয়। তাই সড়ককে নিরাপদ ও আরামদায়কের পাশাপাশি বিকল্প যানবাহনের টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। সময়ের চেয়ে জীবন মূল্যবান। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও পরিবহন সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে অচিরেই এ দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে। পথচারী পারাপারসহ সকলেই আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীসহ জনসাধারণ সকলের এগিয়ে আসা উচিৎ।

আপনার মন্তব্য

আলোচিত