সংবাদ বিজ্ঞপ্তি

০১ অক্টোবর, ২০১৮ ১৩:৫০

এফআইভিডিবি’র ৩২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভে আগ্রহী করে তোলা, লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা করা এবং শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষে এফআইভিডিবির কার্যক্রমের আওতায় পরিচালিত দল সদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ৩২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) খাদিমস্থ কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে পিকেএসএফ এর সহায়তায় ২০১৭ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার টাকা করে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এফআইএসপির পরিচালক রুহেল কবিরের সভাপতিত্বে ও বয়স্ক ও জীবনভর শিখন কর্মসূচীর সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী আব্দুল হাফিজ চৌধুরী।

উল্লেখ্য, ২০১৬ সালে থেকে এফআইভিডিবি এর কার্যক্রমের আওতায় ৬২জন এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত