সংবাদ বিজ্ঞপ্তি

০১ অক্টোবর, ২০১৮ ১৮:১৩

সার্ক সাহিত্য সম্মেলনে অংশ নিতে দিল্লী যাচ্ছেন খালেদ-উদ-দীন

সার্ক সাহিত্য সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লী যাচ্ছেন কবি ও বাংলা সাহিত্যের অধ্যাপক খালেদ-উদ-দীন।

মঙ্গলবার (২  অক্টোবর) এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে ঢাকা ত্যাগ করবেন তিনি।

৩ থেকে ৭ অক্টোবর দিল্লীর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য সাহিত্য সম্মেলনে অংশ নেবেন তিনি।

এ সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহের কবি, সাহিত্যিক ও বিভিন্ন দেশেরে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি মুহাম্মদ নুরুল হুদা, বিমল গুহ, ফখরুল আলম, আনিসুল হক, আশরাফ জুয়েল, খালেদ উদ-দীন। তিনি ইতোপূর্বে ২০১৭ সালে কলকাতা সাহিত্য সম্মেলনে বাংলাদেশের ৩ সদস্যের প্রতিনিধি দলের হয়ে অংশ নেন।

খালেদ উদ-দীন সিলেটের রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যের সহকারী অধ্যাপক। এছাড়াও তিনি দৈনিক শুভ প্রতিদিন-এর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নিয়মিত সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ ‘বুনন’।

আপনার মন্তব্য

আলোচিত