সংবাদ বিজ্ঞপ্তি

২৩ অক্টোবর, ২০১৮ ২৩:১৮

সিলেটে শ্রমিক পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় সিলেটেও উপজেলা দিবস পালিত হয়েছে উপজেলা দিবস।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে দিবসটি উপলক্ষে সিলেট মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি সিলেট মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম. মুর্শেদ খান।

জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির আহ্বায়ক এম বরকত আলীর সভাপতিত্বে ও মহানগর শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক শেখ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. আলী মিয়া, মো. সবুজ মিয়া, মো. জসিম আহমদ, মো. আরজু মিয়া, মহানগর শ্রমিক পার্টি নেতা আবুল কাশেম, আকতার হোসেন, মামুন আহমদ, ফারুক মিয়া, হাসান আহমদ, রাহেল আহমদ নবাব, তিতাস খান, সুমন আহমদ, রুমন আহমদ, জুয়েল আহমদ, সোহেল মিয়া, রুবেল আহমদ, বাবলা আহমদ, কাহির মিয়া, জমির মিয়া, কবির মিয়া, রুম্মন আহমদ, শাহেল আহমদ, কামরুল হাসান, আব্দুর রহীম, রমজান প্রমুখ।

বক্তারা বলেন, ঘুনেধরা প্রাগৈতিহাসিক প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে আধুনিক রাষ্ট্রের সময়োপযোগী উপজেলার ব্যবস্থার প্রবর্তন করার লক্ষে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। যার সুফল আজ দেশের মানুষ ভোগ করছেন।

বক্তারা দিবসটি পালনের জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ব্যক্তিকে বিজয়ী করে পল্লীবন্ধু এরশাদের হাতকে আরো শক্তিশালী করার জন্য জাতীয় শ্রমিক পার্টির প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এম. বরকত আলীকে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এমপি, সিনিয়র কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি, কো চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এমপি, শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ মো. শান্ত সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিলেট মহানগর শ্রমিক পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত