সংবাদ বিজ্ঞপ্তি

২৪ অক্টোবর, ২০১৮ ২২:৪৬

সম্মিলিত নাগরিক পরিষদ’র সিলেট মহানগর কমিটি গঠন

সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) সিলেট মহানগরের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) এ কমিটি অনুমোদন করা হয়।   

কমিটিতে আব্দুর রহিমকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক সিটি কাউন্সিলর এস.এম শওকত আমিন তৌহিদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোস্তাফিজুর রহমান পপু, আব্দুর রহিম তালুকদার, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, প্রভাষক ফজলে রাব্বী চৌধুরী, আশিকুর রহমান রব্বানী, জুমেল আহমদ, মামুন চৌধুরী, সাদি মো. তারেক, ইমরান আহমদ, পঙ্কজ চৌধুরী।

১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নৈতিকতা সম্পন্ন, বিজ্ঞান মনষ্ক, মানবিক জাতি গঠন এবং জাতীয় ও স্থানীয় যৌক্তিক দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

কমিটি গঠন উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন সনাপ সভাপতি বেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন সনাপ সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক ফাইয়াজ হোসেন ফরহাদ।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ হান্নান, সনাপ প্রেসিডিয়াম মেম্বার মনোরঞ্জন তালুকদার, সনাপ জেলা কমিটির সংগঠক রোটারীয়ান আব্দুল মজিদ।

আপনার মন্তব্য

আলোচিত