সংবাদ বিজ্ঞপ্তি

২৯ অক্টোবর, ২০১৮ ১৮:৫১

সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল সমাবেশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২৯ অক্টোবর) ওই মামলার রায়ের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক এক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আতিকুর রহমান শাবুর পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট তাজরীহান জামান, এডভোকেট মো. শফিউল আলম, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট ইসরাফীল আলী, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট হেদায়েত হোসেন তানবীর, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট ফরহাদ খন্দকার, এডভোকেট তানবীর আহমদ, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট সৈয়দ ইয়াছির আরাফাত, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট নাজমুল হোসাইন, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন হীরা, এডভোকেট আবু সালেহ চৌধুরী, এডভোকেট মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট দেলওয়ার হুসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কোনোভাবেই ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। দেশনেত্রী বেগম জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।

আপনার মন্তব্য

আলোচিত