সংবাদ বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর, ২০১৮ ১৬:২৯

হাওরপারের ধামাইল বাংলাদেশের ৫১ সদস্যের কমিটি গঠন

হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশ এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

হাওরপারের ধামাইল বাংলাদেশ এর সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মঞ্জুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য-গীত সহ বিলুপ্ত প্রায় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন কবি বিমান তালুকদার, সংগঠক জাকির শাহ, জাহাঙ্গীর আহমেদ, মাহবুব রহমান, শিক্ষক পরেশ চন্দ্র দাশ, কবি অসীম সরকার, যুব সংগঠক সুব্রত সরকার নন্দন, মিল্টন তালুকদার, হীরক তালুকদার চয়ন, রামকৃষ্ণ চক্রবর্তী, সজল সরকার, রাহুল তালুকদার, সুমন দাশ প্রমুখ।
 
সভায় সর্বসম্মতিক্রমে বিনয় ভূষণ তালুকদারকে সভাপতি, মঞ্জুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক, পরেশ চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক, সুব্রত সরকার নন্দনকে কোষাধ্যক্ষ মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছেন- সহ সভাপতি কান্তি রঞ্জন সরকার, প্রদীপ চন্দ্র সরকার, রামকৃষ্ণ সরকার, রূপক কিরণ তালুকদার, অঞ্জন সরকার, বিমান তালুকদার, মাহফুজুর রহমান মুরাদ, শাহিনা চৌধুরী রুবী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট এস. কে. পাল, জাহাঙ্গীর আহমদ, মেঘদাদ মেঘ, সহ সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, মাহবুবুর রহমান শেখ, দিবাকর সরকার শেখর, সহ অর্থ সম্পাদক হীরক তালুকদার চয়ন, আকাশ বিশ্বাস নয়ন, প্রকাশনা সম্পাদক অসীম সরকার, সহ প্রকাশনা সম্পাদক জীবন কৃষ্ণ সরকার, দপ্তর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, সহ দপ্তর সম্পাদক সজল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমন সরকার, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক উমা সরকার, প্রচার সম্পাদক রাহুল তালুকদার, সহ প্রচার সম্পাদক সুমন দাশ, সদস্য বাদল সরকার, সেলিম ভূঁইয়া, জাকির শাহ, কুমুদ রঞ্জন তালুকদার, ওবায়দুল হক মুন্সি, জামাল হোসেন, পূর্ণিমা চৌধুরী, আব্দুল আউয়াল মিসবাহ, মো. আলম, আহমেদ আনোয়ার, প্রাণকৃষ্ণ চৌধুরী, সুজন সরকার, বিধান তালুকদার, মিল্টন তালুকদার, জহিরুল ইসলাম জহির, এনায়েতুর রহমান চৌধুরী, মুন তালুকদার, তনু ধর, নিখাদ সাদিয়া, মণিকা রাণী দাশ, সুমন তালুকদার, নিবুল দাশ, উত্তম সরকার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত