সংবাদ বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর, ২০১৮ ২০:২৬

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের তফশিল ঘোষণা

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের ২০১৯-২০ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব জিন্দাবাজারস্থ আর. বি কমপ্লেক্সের ৪র্থ তলায় এসোসিয়েশনের কার্যালয়ে তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবুল ফজল।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রশিদ ও মো. আমীর হোসেন। তফশিল ঘোষণার সময় বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর শনিবার ১৭টি পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এসোসিয়েশনের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে সদস্য পদ নবায়ন বা নতুন সদস্য পদ গ্রহণ করে সক্রিয় সদস্য সনদ গ্রহণের মাধ্যমে তালিকায় ভুক্ত হয়েছেন, কেবলমাত্র সেই সকল সদস্য প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন।

মনোনয়নপত্র আহবায়ন ও বিক্রি ২০ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোয়নপত্র জমার শেষ তারিখ ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টা। মনোয়নপত্র বাছাই ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায়। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টায়। মনোয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর, সন্ধ্যা ৭টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। প্রচার-প্রচারণা ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। তফশিল ঘোষণার পর প্রার্থী এসোসিয়েশনের সকল সদস্য সভা আহবান করতে পারবে না।

ভোটার তালিকার মূল্য এক হাজার পাঁচশত টাকা অফেরত যোগ্য। মনোয়নপত্র মূল্য একক পাঁচশত টাকা প্যানেল মনোনয়নপত্র তিনহাজার টাকা অফেরত যোগ্য। মনোনয়নপত্র জমা ফিস একক পাঁচ হাজার টাকা, প্যানেল পঁচিশ হাজার টাকা অফেরত যোগ্য। মনোনয়নের সাথে জমা দিতে হবে।

এছাড়া নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্যাবলীর জন্য নির্বাচন কমিশনের সদস্যদের সাথে যোগাযোগ করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত