সংবাদ বিজ্ঞপ্তি

০৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩

নাট্যমঞ্চ সিলেটের গৌরবের ২৮ বছর পূর্তি শুক্রবার

সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন ‘নাট্যমঞ্চ সিলেট’ শুক্রবার গৌরবের ২৮ বছর পূর্ণ করবে।

অপসংস্কৃতি নয়, জাতীয় সংস্কৃতির বিকাশ এই স্লোগানে ১৯৯০ সালের উত্তাল সময়ে ৭ ডিসেম্বর সিলেটের কয়েকজন তরুণ নাট্যকর্মীর সমন্বয়ে নাট্যমঞ্চ সিলেট যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় নাট্যমঞ্চ সিলেট বেশকিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব আয়োজন ছাড়াও নিয়মিত নাটক মঞ্চায়ন ও জাতীয়ভাবে একাধিক নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে।

গৌরবের ২৮ বছর পূর্তি উপলক্ষে ৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, পথনাটক আয়োজন করা হয়েছে।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যামোদী দর্শক ও শুভানুধ্যায়ীকে নাট্যমঞ্চের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত