সংবাদ বিজ্ঞপ্তি

০৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৭

সিলেট মহানগর মানবাধিকার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আ ম ন জামান চৌধুরী সভাপতিত্বে ও আয়েশা জান্নাত রুবি এবং এম এ ওয়াহিদ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক সিলেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ সেলিম মিঞা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মজলাই, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক কানু লাল পাল, মো. লবিব আহমেদ, নুরুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, শামছুজ্জামান, অসিম রায়, মিয়াজান আলী, আব্দুল কাইয়ুম, শামছুল হক, আব্দুল হান্নান, তফজ্জুল আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা আলম, মোছা. হালিমা বেগম, মাওলানা আব্দুল লতিফ খছরু, মাছুদ মিয়া বাচ্চু, নুরে আলম ছাদেক, মিজানুর রহমান, এখলাছুর রহমান, কাজী ফরহাদ আহমদ, বাবুল মিয়া, মনির মিয়া, নবেন্দু দেব, সোহেল আহমদ, আব্দুল হাকিম, হাফেজ মোজ্জাদেদ হোসেন, মাও. ছফিউর রহমান রতব, আব্দুস সালাম, আতিক শিকদার, শাহনুর আহমদ, মনসুর আলম প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত