সংবাদ বিজ্ঞপ্তি

০৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৪২

সিলেটে আনসার-ভিডিপি’র শর্টগানে গুলিছুড়া অনুশীলন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সদর উপজেলার দুইশত আনসার-ভিডিপি’র প্লাটুন কমান্ডারদের তুরস্কের তৈরি শর্টগানে ২ রাউন্ড করে গুলিছুড়া অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সদর উপজেলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা-বাগানে অনুশীলন কার্যক্রমে আনসার-ভিডিপি’র প্লাটুন কমান্ডাররা অংশ গ্রহণ করেন।

আসন্ন নির্বাচনে সদর উপজেলার ২১৫টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে অনুশীলনে অংশ গ্রহণকারী প্লাটুন কমান্ডাররা।

গুলিছুড়ে অনুশীলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি’র সিলেট জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এএসএম এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আনসার-ভিডিপি’র সদস্যদেরকে আধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আনসার-ভিডিপি’র সদস্যরা যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে তার জন্য এই অনুশীলন। আধুনিক আগ্নেয়াস্ত্র অনুশীলনের মাধ্যমে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। নিষ্ঠার সাথে অনুশীলন করার আহবান জানিয়ে তিনি বলেন, আগামীতে রাইফেলের পরিবর্তে ক্যাম্প সংস্থায় শর্টগান ব্যবহার করতে দেয়া হবে। 

আপনার মন্তব্য

আলোচিত