সংবাদ বিজ্ঞপ্তি

১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৯

সরকারি অগ্রগামী স্কুল ও কলেজে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন

শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সরকারি অগ্রগামী স্কুল ও কলেজে প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৬ জন মাকে মা সম্মাননা দেয়া হয়।

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কোহেলী রানী রায় পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনুষ্ঠান উপভোগ করেন সিলেট বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রধান শিক্ষক জহুর আহমদ, সরকারী বিদ্যালয় পরিদর্শক হেপী বেগম, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্ত, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী প্রমুখ।  

বিপুল শর্মার গ্রন্থনা ও পরিচালনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর কাব্য নৃত্য নাট্য “বাঁধন হারা” পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত