গোলাপগঞ্জ প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৮ ২১:০৭

গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

১২ ডিসেম্বর গোলাপগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় চৌমুহনী থেকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খাঁন ছামিন ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মোহাম্মদ তোতা মিয়া, আমরা গোলাপগঞ্জ বাসীর সভাপতি এস এ মালেক, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, পৌর কাউন্সিলর ফজলুর আলম, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাবেক কমান্ডার আসমান আলী, আব্দুল মুতলিব, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, সহ  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মনসুর হোসেন মুন্না, সন্তান কমান্ডের গোলাম রসূল খান ছালিম, ভাদেশ্বর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।

পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত