সংবাদ বিজ্ঞপ্তি

১৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:১১

হুছামুদ্দীন ফুলতলীর সাথে নেছার আহমদের মতবিনিময়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে মৌলভীবাজার-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী নেছার আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (১৭ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় সোবহানীঘাটস্থ আল ইসলাহর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, রাজনৈতিকভাবে আমরা মহাজোটকে সমর্থন করেছি। মহাজোটের প্রার্থীদের ইসলামের দায়ী বলবো না তবে বিগত সংসদে ইসলাম ও নৈতিকতা বিরোধী কোন আইন সংসদে পাশ হয়নি। মাদক ও জঙ্গিবাদ নিরসনে সরকারের কঠোর নীতি প্রশংসার দাবিদার। আগামীতেও যেন এব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতার সাথে আল্লাহর দ্বীন ও আল্লাহওয়ালাদের যথাযথ খেদমত ও পৃষ্ঠপোষকতা করতে হবে।

মৌলভীবাজার -৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী নেছার আহমদ বলেন, আমি রাজনীতিকভাবে একটি দলের রাজনীতি করি, কিন্তু আদর্শ ও মননে আল্লামা ফুলতলী রহ. এর দীক্ষা লালন করি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ বিন্দুমাত্র নীতিচ্যুত হবো না। আলেম উলামা ও ধর্মপ্রাণ মানুষের জন্য আমার সবটুকু সামর্থ্য ব্যয় করবো।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক আবু সালেহ মো. কুতবুল আলম, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান,  মহানগর আল ইসলাহ সভাপতি শাহজাহান মিয়া, সহ সভাপতি বশির মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মো. দুলাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ ও সহ সাধারণ সম্পাদক হুমায়ূনর রহমান লেখন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শফিকুর রহমান, মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, সহ সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইসহাক আহমদ,  সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট পশ্চিম জেলা  সভাপতি মো. জাহেদুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল জলিল, সিলেট পশ্চিম জেলা  সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ কাদির আল হাসান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাওলানা বশির আহমদ, মো. কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাসুক, মৌলভীবাজার সদর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির, রাজনগর উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম, সহ সভাপতি কবির আহমদ, সিলেট এমসি কলেজ তালামীযের  সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু,  রাজনগর উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা লোকমান আহমদ, সহ সভাপতি মো. আব্দুর রব, প্রচার সম্পাদক শেখ মোশাহিদ, রাজনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা তালামীয সভাপতি আলী রাব্বী রতন, রাজনগর উপজেলা সভাপতি সাহেদ আলী, শহর শাখা সভাপতি মামুনুর রশিদ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত