সংবাদ বিজ্ঞপ্তি

২৬ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৯

এডভোকেটশিপ পরীক্ষায় লিডিং ইউনিভার্সিটির সাফল্য

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ পরীক্ষায় সাফল্য দেখিয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। তাদের এ সাফল্যের জন্য লিডিং ইউনিভার্সিটির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এ সাফল্য অর্জনে অভিভূত হন এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। তাদের এ সাফল্যের ধারাবাহিকতা লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, বাংলাদেশ বার কাউন্সিল এনরলমেন্ট এ্যাক্জামিনেশনস এর প্রিলিমিনারি পরীক্ষা ২০১৭ সালে ২১ জুলাই মাসে, লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর ২০১৭ এবং ভাইভা পরীক্ষা ১-২৫ নভেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। গত ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ উক্ত পরীক্ষাসমূহের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত