সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৯ ১৯:২৮

মঈন উদ্দিন মহিলা কলেজে পিঠা উৎসব

মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান শিক্ষাবিদ, ভাষা সৈনিক  প্রফেসর মো. আব্দুল আজিজ বলেছেন, উৎসব-পার্বনের দেশ বাংলাদেশ। এর মধ্যে একটি  উল্লেখযোগ্য পার্বন হচ্ছে পিঠা উৎসব। এটা বাঙ্গালির ঐতিহ্য। বাঙ্গালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ নতুন প্রজন্মকে ঐতিহ্য সচেতন করে তুলতে হবে।
 
সোমবার মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক মো: এনামুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবির সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, কলেজের গভর্ণিং বডির সদস্য মসিহ মালিক চৌধুরী, সুশীল কুমার সংকার, শাহ আলতাফুর রহমান, নূরুল আমিন , মো. আব্দুল হাফিজ, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: হেনা সিদ্দিকী, ইংরেজী বিভাগের বিভাগীয়  প্রধান পার্থ সারথি নাগ।

পিঠা উৎসব উপলক্ষে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহি নামে নিজেদের স্টল সাজায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পিঠা পুলির ঘর, পিঠা আরণ্য, গ্রাম বাংলা পিঠা ঘর, পিঠার রাজ্য, মাঘ মাইয়া পিঠা ঘর, ফুলঝুরি পিঠা ঘর, রস মঞ্জুরী, শীত মানেই পিঠা। এসব স্টলে নকশি পিঠা, ফুলি পিঠা,ভাপা পিঠা, পপ পিঠাসহ ভিবিন্ন ধরনের নকশী পিঠা  প্রদর্শিত ও বিক্রি হয়।

আপনার মন্তব্য

আলোচিত