শ্রীমঙ্গল প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০১৯ ২৩:৫৯

শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ফটোগ্রাফির গুরুত্ব’ শীর্ষক মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ফটোগ্রাফির গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ফটোগ্রাফির গুরুত্ব ও আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মনন ও মানসে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

দৈনিক বাংলার দিনের সম্পাদক বকশী ইকবালের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি আব্দুল বাতেন ফয়সল, সাধারণ সম্পাদক শংকর দাশ, ইমজা সিলেট শাখার সহ সভাপতি আনিস রহমান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইকবাল মুন্সী, মামুন হাসান, নাজমুল কবীর পাভেল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শিমুল তরফদার, হৃদয় দাশ শুভ, প্রিতম পাল, মো. ইব্রাহিম, মো.আব্দুর রহিম প্রমুখ।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের ধারায় বহমান বাংলাদেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ফটোগ্রাফির গুরুত্ব, ফটোগ্রাফির কৌশল এবং ডিজিটাল ফটোগ্রাফি সম্পর্কে আলোচনা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত