সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৩৪

শিল্পকলায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২০১৯ সালে ১ম বর্ষে প্রশিক্ষণরত নবীন প্রশিক্ষণার্থীদের বরণ ও ২০১৮ কোর্স সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজন করে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের।

বুধবার (২০ ফেব্রুয়ারি) শিল্পকলা প্রাঙ্গনে এই নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ।

এরপর ২০১৯ সালের ১ম বর্ষের নবীন প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০১৮ সালের কোর্স সমাপনী উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ, সানজানা ইসলাম ও নাফিসা তানজীনের উপস্থাপনায় সম্মেলক সংগীত, দলীয় নৃত্য, একক নৃত্য, আবৃত্তি বাউল গান পরিবেশিত হয়।


আপনার মন্তব্য

আলোচিত