সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০০

এভারগ্রীণ একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এভারগ্রীণ একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ এভারগ্রীণ একাডেমি প্রাঙ্গনে সকল অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আব্দুল আউয়াল বিশ্বাস। পুরস্কার বিতরণীর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ‘শিশুদের সুনাগরিক তথা আদর্শ মানুষ হিসেবে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষকের। সন্তানকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি নীতিগত শিক্ষা দিতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পিতা-মাতাকে আরো যতœবান হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।’  

এভারগ্রীন একাডেমি’র অধ্যক্ষ লতিফা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাছউদের পরিচালনায় একাডেমির বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তফাদার, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত