সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০১৯ ১৯:৩২

জনতা ক্লাব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ

১ম জনতা ক্লাব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাতে সিলেটের কুচাই মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমেদ সেলিম।

উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ আলী আযম মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ রিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, অনিবার্ণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক তাসলিমা বিলকিছ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ৪নং কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মতিউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন শাহীন, সহসভাপতি মশফুর আহমদ, সহসভাপতি হাজী আব্দুল আলীম, সহসভাপতি লায়েছ আহমেদ, সহসাধারণ সম্পাদক লিটন আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল রুনু, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সুকন, কোষাধক্ষ সৈয়দ খালেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ সুহেল, সহ ক্রীড়া সম্পাদক তালহা আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক ইব্রাহীম খলিল, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রাজন, প্রচার সম্পাদক আজির উদ্দিন, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন বুলু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নুরুল হক শিপু, সিনিয়র সদস্য ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, আব্দুল আহাদ।

আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুর রউফ দারা, সিরাজ উদ্দিন, কামাল আহমদ কাবুল, হাজী গুলজার আহমেদ, আখতার হোসেন, শাহ বদরুজ্জামান, মঈন উদ্দিন, নিজাম উদ্দিন ইরান প্রমুখ।

ফাইনাল খেলায় তালহা ব্রাদার্স ভাদেশ্বর ২-১ সেটে রিয়া স্টোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন  গৌরব  সিংহ। চ্যাম্পিয়ন দলের হাতে মোটর সাইকেলের চাবি তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত