সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৯ ২২:২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে একদল ফিনিক্সের কৃতজ্ঞতা

নাট্য সংগঠন ‘একদল ফিনিক্স’ এর আয়োজনে এবং সিলেট সিটি করপোরেশন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগিতায় গেল ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা শুদ্ধ উচ্চারণ ‘মাতৃভাষা চর্চা’ কার্যক্রম চালানো হয়।

‘প্রমিত বাংলার শুদ্ধাচার, ভাষার মাসে অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলে এ কার্যক্রম। এতে সহযোগী হিসেবে পাশে থাকায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে নাট্য সংগঠনটি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে একদল ফিনিক্স এর পক্ষ থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ইমেরিটাস অধ্যাপক ভাষাসৈনিক আব্দুল আজিজকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। ড. তৌফিকের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী স্মারক গ্রহণ করেন।

এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, কর্মকর্তা সুমনা আজিজ, একদল ফিনিক্স এর সভাপতি আবু বকর আল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘মাতৃভাষা চর্চা’ কার্যক্রম সিলেটের ৪টি বিশ্ববিদ্যালয়, ১০টি কলেজ ও ৬টি বিদ্যালয়ে চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত