সংবাদ বিজ্ঞপ্তি

১৯ মার্চ, ২০১৯ ২১:৩৪

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি

‘‘আমরা বাঙালি সাংস্কৃতিক বাহক-অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার’’ এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার মাস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের শিক্ষার্থীরা দলগত আবৃত্তি পরিবেশন করেন। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সাবর্নী গোস্বামী সূচির সঞ্চালনায় কবি আমিরুল ইসলাম, কবি আল মাহমুদ, কবি গোবিন্দ হালদার, মুহাম্মদ নুরুল হুদা ও কবি সৈয়দ সামসুল হকের কবিতায় কণ্ঠ দেন হিমেল, রনি, অজয়, পূজা, সূচি, আব্দুল্লাহ, আদিত্য ও স্বপ্ন। আবহ সংগীতে ছিলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

আপনার মন্তব্য

আলোচিত