শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৯ ১৯:১৭

শ্রীমঙ্গলে ক্রীড়া সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে এম এ খান ফাউন্ডেশন ইউকে।

শনিবার (২৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এম এ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশ্বকাপ ক্যারাম বোর্ড খেলোয়াড় আব্দুর রহমান খান সুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারামবোর্ড, ক্রিকেট ব্যাট, ফুটবল ও দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

প্রেসক্লাবের সহ সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল আলীম লোদী, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বিশিষ্ট সমাজসেবী আবু সিদ্দিক মো. মুছা, শিক্ষক সমিতির নেতা জহর তরফদার, নাট্যকর্মী অজয় শর্মা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বেশ কিছু দরিদ্র পরিবারের শিক্ষার্থীকে তাদের লেখাপড়ায় খরচের জন্য নগদ অর্থ সহায়তা দেন আব্দুর রহমান খান সুজা।

এ সময় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, আব্দুর রহমান খান সুজা সপরিবারে লন্ডনে বসবাস করলেও দেশের জন্য তার একটি আলাদা টান রয়েছে। তাই তিনি প্রায়ই দেশে আসেন এবং সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান।

আপনার মন্তব্য

আলোচিত