সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৯ ১৯:২৫

সম্মিলিত নাট্য পরিষদের তিনদিনব্যাপী অনুষ্ঠান শুরু সোমবার

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা দিবস ও বিশ্বনাট্য দিবস উদযাপনে তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে সোমবার (২৫ মার্চ)।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায় শুরু হবে প্রথমদিনের আয়োজন। গণহত্যা দিবসে আলোক প্রজ্জ্বলন, কবিতা, গান, নৃত্য আর পথনাটকের মাধ্যমে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও রক্তদান কর্মসূচী।

এছাড়াও ২৭ মার্চ বিশ্ব নাট্যদিবস উপলক্ষে বিকেল ৪টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়াম প্রাঙ্গন হতে শুরু হবে বিশ্বনাট্য দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের তিনদিন ব্যাপী আয়োজনে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত