সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৯ ২১:৪৩

মে দিবস উদযাপনে চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর প্রস্তুতি

বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-৭৭ এর সিলেট ভ্যালীর উদ্যোগে মে দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল) সন্ধা ৬টায়  লাক্ষাতুরা চা-বাগান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মে দিবস পালনে এক উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

উদযাপন কমিটির নেতৃবৃন্দরা হলেন, হিলুয়াছড়া চা বাগান এর সভাপতি বিমূলগঞ্জু, লাক্ষাতুরা চা বাগান এর  সহসভাপতি লুটন গোয়ালা, হিলুয়াছড়া চা বাগানের সম্পাদক দিলিপ কুর্মী, মালনীছড়া চা বাগানের সহসম্পাদক দিলিপ বাওরী, দলদলি চা বাগানের সাংস্কৃতিক সম্পাদক মিন্টু দাস, খাদিম চা বাগানের  অর্থ সম্পাদক  সবুজ তাঁতি, মালনীছড়া চা বাগানের সহঅর্থসম্পাদক জিতেন সবর ছাড়াও আরো ২০জনকে এর সদস্য নির্বাচিত করা হয়।

সভায় আগামী ১মে সকাল ৯টায় লাক্ষাতুরা ভ্যালি অফিস কার্যালয়ে প্রাঙ্গনে সকল পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ মিছিল সহকারে জমায়েত এবং সকাল ১০টায় আনন্দ র‌্যালি নিয়ে শহিদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা ও আলোচনা সভা সফল করতে সংশ্লিস্ট সকলের প্রতি আহŸান জানানো হয়।

বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-৭৭ এর সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেবু বাউরীর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মালনীচড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবর, শ্রমিক নেতা লুটন গোয়ালা, ছড়াগাঙ্গ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, শ্রমিক নেতা সুশান্ত রাষা, খাদিম চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুজন তাতী, লালাখাল চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নগেন্দ্র গোয়ালা, খাঁন পঞ্চায়েত কমিটির সম্পাদক রতি লাল বাড়াইক, বিক্রম রাম, আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত