সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৯ ১৭:০২

নুসরাত হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সনাকের মানববন্ধন

নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত ও জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিককমিটি (সনাক), সিলেট।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন চলাকালে আলোচনা সভার মাধ্যমে এ দাবি জানানো হয়।

সনাক সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে  মানববন্ধন ও আলোচনা সভায় এ সংক্রান্ত ধারণাপত্র পাঠ করেন ইয়েস দলনেতা মো. বজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক সদস্য তাহমিনা ইসলাম, এনায়েত হাসান মানিক, মো. ইরফানুজ্জামান চৌধুরী, সনাক সহসভাপতি সৈয়দা শিরীন আক্তার।

বক্তারা বলেন, নুসরাতের হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সকলকেই আইনের আওতায় এনে সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়াকে সিন্ডিকেট ও আইন প্রয়োগকারী সংস্থার প্রভাবমুক্ত রাখার বিষয়েও জোড় দাবি জানানো হয়।

মানববন্ধনে সনাক, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত