সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৯ ১৭:৪৫

মে দিবসে জেলা অটোরিক্সা-সি.এন.জি শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা অটোরিক্সা-সি.এন.জি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বুধবার (১ মে) র‌্যালীটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন অটোরিক্সা-সি.এন.জি শ্রমিক ইউনিয়নের সদস্যরা।  

সিলেট জেলা অটোরিক্সা-সি.এন.জি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কার্যকরি সভাপতি মো. সুন্দর আলী খান, সহসভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, কল্যাণ সম্পাদক আবুল খান, সিলেট জেলা অটোরিক্সা-সি.এন.জি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর জেলা উপ পরিষদের সদস্য মানিক মিয়া, এম. বরকত আলী, রফিক মিয়া, চনু মিয়া, রাজা আহমদ রাজা, টিলাগড় উপ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজন মিয়া, সম্পাদক এম এ করিম, সহ সম্পাদক আব্দুর রহিম ঝাড়–, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলেক খান, তামাবিল উপ পরিষদের সভাপতি লিটন আহমদ, সম্পাদক মখলিছ আহমদ, সোবহানীঘাট উপ পরিষদের সভাপতি মানিক গাজী, মৌলভীবাজার উপ-পরিষদের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, ভাদেশ্বর উপ-পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, হেলেনা কমপ্লেক্স উপ পরিষদের সভাপতি সঞ্জিত বাবু, শাহজালাল উপশহর উপপরিষদের সভাপতি নাছির বেপারী, সম্পাদক অনুর চৌধুরী, হুমায়ুন চত্ত¡র উপ পরিষদের সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মিলন আহমদ, মোগলাবাজার লাইন উপ পরিষদের সভাপতি সেবুল আহমদ, মুক্তিযোদ্ধা উপ পরিষদের সম্পাদক শিবলী আহমদ, লামাকাজী উপ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন, বৃহত্তর জৈন্তা টমটম সিএনজি মালিক সমিতির সভাপতি নুরুল হক, সম্পাদক আলী আহমদ, হেতিমগঞ্জ উপ পরিষদের সভাপতি কামাল আহমদ প্রমুখ।   

আপনার মন্তব্য

আলোচিত